বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত সাধারণ জ্ঞান | নদী বিষয়ক প্রশ্ন (সকল প্রশ্ন একসাথে)
বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত সাধারণ জ্ঞান
1. শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা-
> ২৩০ টি । (পূর্বে ছিল ৭১০ টি)।
2. ভারত কোন নদীর ওপর ফারাক্কা বাঁধ তৈরী করেছে?
> গঙ্গা।
3. মায়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম-
> নাফ।
4. বাংলাদেশ জলসীমার উৎপত্তি এবং বাংলাদেশের জলসীমায় সমাপ্ত নদীর নাম-
> সাংগু ও হালদা।
5. নদীর বিজ্ঞানসম্মত বিদ্যাকে বলে?
> পােটোমলজি (Potomology)
6. বাংলাদেশের যে নদীতে পাশাপাশি দুই রং এর পানির স্রোত দেখতে পাওয়া যায়-
> যমুনা নদীতে
7. পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন যে নদীর উপনদী-
> মহানন্দা।
8. তেঁতুলিয়া নদী অবস্থিত-
> ভােলা জেলায়।
9. দক্ষিণ তালপট্রি-দ্বীপ যে নদীর মােহনায় অবস্থিত?
হাড়িয়াভাঙ্গা।
10. কর্ণফুলী নদী পতিত হয়েছে?
বঙ্গোপসাগরে।
11. ‘কোন জেলার একটি নদীর নাম মহিলা নদী?
দিনাজপুর।
12. কোন জেলার নামকরণ করা হয়েছে নদীর নামে?
ফেনী।
13. কোন জেলায় কারখানা নদী নামে একটি নদী আছে?
পটুয়াখালী।
14. ‘ফুলজোড় কোন জেলার একটি নদী?
পাবনা।
15. রজত রেখা’ নামের অপূর্ব সুন্দর নদীটি কোন জেলার নদী?
মুন্সিগঞ্জ।
16. লাঠিকাড়া কোন বনাঞ্চলের একটি নদীর নাম?
সুন্দরবন।
17. পদ্মা নদীর পূর্ব নাম কি?
> কীর্তিনাশা।
18. কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়?
রূপসা (রূপ লাল সাহার নামে)।
19. নদী সিকস্তি কারা?
> নদী ভাঙ্গনে সর্বস্বান্ত জনগণ।
20. নদী পয়স্তি কারা?
> নদীতে চর জাগলে যারা চাষাবাদ করতে যায়।
21. বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ফরিদপুরে। (১৯৭৭ সালে প্রতিষ্ঠিত)
22. ধানসিড়ি, চিনাই, ফুলেশ্বরী কোন কোন জেলার নদী?
যথাক্রমে বরিশাল, গাজীপুর ও কিশােরগঞ্জ জেলার।
23. পদ্মা নদী, মেঘনার সাথে মিলিত হয়-
> চাঁদপুরের নিকট।
24. পদ্মা ও যমুনা একত্রে মিলিত হয়েছে –
> গােয়ালন্দের নিকট।
25. যে জেলার ভিতর দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে-
> কুড়িগ্রাম।
26. যমুনার উল্লেখযােগ্য শাখা-প্রশাখার নাম-
> তিস্তা, করতােয়া, আত্রাই, ধলেশ্বরী প্রভৃতি।
27. উৎপত্তি স্থলে মেঘনার নাম-
বরাক নদী
28. যে নদী বাংলাদেশের ভেতরে দু’ভাগে বিভক্ত হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়-
মেঘনা।
29. মেঘনা নদী পতিত হয়-
বঙ্গোপসাগরে।
30. বাংলাদেশের সমুদ্রসীমা-
(সমুদ্র তটরেখা) ৭১১ কিলােমিটার (অন্য মতে ৭১৬)।
31. বাংলাদেশের দীর্ঘতম নদী-
> মেঘনা
32. বাংলাবান্ধা যে নদীর তীরে অবস্থিত?
মহানন্দা।
33. বাংলাদেশের দীর্ঘতম নদ-
> ব্রহ্মপুত্র (পূর্ব নাম-লৌহিত্য)।
34. প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র-
> হালদা নদী।
35. বাংলাদেশ থেকে ভারত হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে-
আত্রাই, মহানন্দা, পুনর্ভবা ও টাঙ্গন।
36. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম-
> কর্ণফুলী।
37. বাংলাদেশের প্রশস্ততম নদী-
> মেঘনা (১২ কি. মি.)
38. বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতে যাওয়া একমাত্র নদী-
> কুলিখ
39. বাংলাদেশের যে নদীতে জোয়ার ভাটা হয় না-
> কুমিল্লার গােমতী নদীতে।
40. ‘এক কিউসেক’ বলতে বুঝায়-
> প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ।
41. সেচ ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়েছে?
> ৫৪ টি নদী।
42. ভারত টিপাইমুখ জলাধার নির্মাণ করার পরিকল্পনা করছে-
> আসামের বরাক (মেঘনা) নদীতে। (তুইভাই ও বরাক নদীর মিলিত স্রোতধারায় সৃষ্টি]
43. বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম-
> দোলাই খাল।
45. সুন্দরবনের পশ্চিমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণকারী নদী-
> হাড়িয়াভাঙ্গা।
46. বুড়িগঙ্গা যে নদীর শাখা নদী –
> ধলেশ্বরী।
47. বাংলাদেশের যে নদীতে কৃত্রিম হ্রদ তৈরী করা হয়েছে –
> কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে।
48. বাঙালী নদী কোন জেলায়?
> বগুড়া জেলায়।
49. ভূমিকম্পের কারণে ১৭৮৭ সালে যে নদীর স্রোত পরিবর্তন হয়ে যমুনা নদী হয়-
> ব্রহ্মপুত্র।
50. বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা?
> ৫৭টি।
51. বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
> বন্যা নিয়ন্ত্রণে দু দেশের মধ্যে সহযাগিতা
52. বালু নদী অবস্থিত-
> ঢাকা-নারায়ণগঞ্জ- গাজীপুর জেলায়।
53. মংলা বন্দর যে নদীর তীরে অবস্থিত-
> পশুর নদী।
54.. যে নদীর গতিপথে টিপাইমুখ বাঁধ দেওয়া হচ্ছে-
> সুরমা-কুশিয়ারা। [বরাক নদীর গতি পথে
More Related Post: