Combined 9 Bank Officer General Question Solution 2022
সমন্বিত ৯ (নয়) ব্যাংক
পদের নাম: অফিসার (জেনারেল)
সময়: ৬০ মিনিট
তারিখ: ০৭.০১.২০২২
পূর্ণমান: ১০০
9 Bank Officer General (MCQ) Bangla Question Solution
প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি ভুল উত্তরের জন্য.. ২৫ নম্বর কাটা যাবে।
Read Also: DU KHA Unit Question Solutions 2017-2018
১. ‘Lyric’ শব্দের প্রতিশব্দ
ক, সংগীত
খ, সুর
গ, গান
ঘ. গীতিকবিতা
২. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫৭
খ. ১৯৪৮
গ, ১৯৫২
ঘ. ১৯৫৫
৩. ‘কণ্ঠস্বর সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন।
ক. সিকানদার আবু জাফর
খ, আবদুল্লাহ আবু সায়ীদ
গ, রফিক আজাদ
ঘ. আবদুল মান্নান সৈয়দ
৪. ‘পরশুরাম’ ছনামে লিখতেন-
ক, সমরেশ বসু
খ. বিনয়কৃষ্ণ মুখােপাধ্যায়
গ, রাজশেখর বসু
ঘ. সতীনাথ ভাদুড়ি
৫. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন?
ক. ১৯১৮
খ, ১৯২৬
গ, ১৯৩২
ঘ, ১৯৩৬
৬. ‘সন্ধি ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?
ক, ধ্বনিতত্ত্ব
খ, অর্থতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ, রূপতত্ত্ব
৭. কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় কোনটি
ক, শিউলিমালা
খ, বাঁধন হরা
গ, মৃত্যুক্ষুধা
ঘ. কুহেলিকা
৮. ‘মহয়া কে রচনা করেছেন।
ক, মনসুর বয়াতি
খ, দ্বিজ কানাই
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
৯, ‘কবিকপন কোন কবির উপাধি?
ক. মুকুন্দরাম চক্রবর্তী
খ, ভারতচন্দ্র রায়গুণাকর
গ. হরিদত্ত
ঘ, মানিক দত্ত
১০. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি
ক, আগুনের পরশমণি
খ, পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. একাত্তরের দিনগুলি
ঘ, জাহান্নম হইতে বিদায়
১১. ‘সাহিত্যিকী পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়?
ক, বাংলা একাডেমি
খ, বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
১২. কোনটি ভাববাচক বিশেষ্য নয়।
ক, চলন্ত
খ, দর্শন
গ. সৌন্দর্য
ঘ. করবে
১৩. প্রত্যয় দিয়ে গঠিত শক্দ-
ক. শীতা
খ, ভরপেট
গ. লালপেড়ে
ঘ, গ্রামীণ
১৪. মধ্যপদলােপী বহব্রীহি সমাসের উদাহরণ-
ক. গায়েপড়া
খ. কানেখাটো
গ. হাতেখড়ি
ঘ, সেতার
১৫. Translate the following into Bengali ‘Diamond cuts diamond’
ক, সঙ্গ দোষে নষ্ট
খ. সঙ্গ দেখে লােক চেনা যায়
গ, মানিকে মানিক চেনে
ঘ, সৎ সঙ্গে স্বর্গ বাস
১৬. অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি?
ক. সারারাত বৃষ্টি ছিল।
খ, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।
গ, বাড়ি থেকে নদী দেখা যায়।
ঘ, ভােরে সূর্য উঠে।
More Related Post: