Read the beginning of the following story and complete it in your own way. Give a title to it.
King Solomon was the wisest man of all times. He was called ‘Solomon, the wise’. One of his contempt was the Queen of Sheba. She heard Solomon’s name many times…
King Solomon and Queen of Sheba Story Writing
King Solomon was the wisest man of all time. He was called Solomon, the wise’. One of his contemporaries was the Queen of Sheba. She heard Solomon’s name many times for his outstanding knowledge and wisdom. She was very inquisitive to test his wit. One day the queen invited the king to her palace. Solomon accepted her invitation. The king came to her palace in due time. The queen welcomed him majestically. To test his wit the Queen made all arrangements in advance. She kept two bouquets on a table in the room where the king sat. But the door and the windows of the room were closed. One of the garlands was artificial though they looked quite alike. The king realized that the queen might test his wit. He heard some bees humming outside the room. He then opened the windows of the room. The bees came to the room through the windows and sat on the garland of real flowers. The Queen of Sheba was charmed by his wisdom.
অনুবাদ: রাজা সােলায়মান ছিলেন সর্বকালের সেরা জ্ঞানী ব্যক্তি। তাঁকে ‘জ্ঞানী সােলায়মান’ নামে ডাকা হতাে। সেবার রানি ছিলেন তাঁর সমসাময়িকদের
মধ্যে একজন। অসাধারণ বুদ্ধিমত্তার জন্য তিনি অনেকবারই সােলায়মানের নাম শুনেছেন। তাঁর বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য তিনি অত্যাগ্রহী ছিলেন
একদিন রানি, রাজাকে তাঁর প্রাসাদে নিমন্ত্রণ জানালেন। সােলায়মান তাঁর আমন্ত্রণ গ্রহণ করলেন। রাজা যথাসময়ে তাঁর প্রাসাদে আসলেন। ব্ানি
রাজকীয়ভাবে তাঁকে স্বাগত জানালেন। তাঁর বুদ্ধিমত্তা যাচাই করার জন্য রানি পূর্বেই সকল ব্যবস্থা করে রাখেন। রাজা যেখানে বসলেন রানি তার পাশ একটি টেবিলে দুইটি ফুলের তােড়া রাখলেন। কিন্তু ঘরের দরজা এবং জানালাগুলো বন্ধ ছিল। একটি ফুলের তোড়া নকল ছিল। কিন্তু তােড়াগুলাে দেখতে একই রকম ছিল ! রাজা বুঝতে পারলেন, রানি হয়তাে তার বুদ্ধিমত্তা পরীক্ষা করবেন। তিনি কক্ষের বাইরে কিছু মৌমাছিকে গুণগুণ করতে শুনলেন। তিনি কক্ষের জানালাগুলাে খুলে দিলেন। মৌমাছি জানালা দিয়ে কক্ষের ভেতরে এলাে এবং সত্যিকার ফুলের ওপর বসল। সেবার রানি তার বুদ্ধিমতায় মুদ্ৎ হলেন।