বিনিময় একাউন্ট খোলার নিয়ম – How To Open Binimoy Account: বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এর নতুন সংযোজন এর নাম হচ্ছে বিনিময়। বিনিময়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সমূহ হবে আরও সহজ। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাপ এর ভিতরে বিনিময় অপশনটি চালু করে দিয়েছে। আজকের ব্লগ পোস্ট টিতে আমি আপনাদেরকে বিনিময় সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। এই বিনিময়, এটা আসলে কি? কিভাবে কাজ করে? এটার সুবিধা অসুবিধা কি?
সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ব্লগ পোস্টে।
বিনিময় কি – What is Binimoy?
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (UPI) এর আদলে তৈরি হচ্ছে বাংলাদেশের ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্লাটফর্ম যার নাম হচ্ছে বিনিময়।
বিনিময়ের মাধ্যমে আপনারা বিকাশ থেকে রকেটে ট্রানস্ফার করতে পারবেন টাকা এবং রকেট থেকে বিকাশে ট্রানস্ফার করতে পারবেন। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের এসমস্ত প্লাটফর্ম থেকে আপনারা ব্যাংকের যে কোন একাউন্টে খুব সহজেই টাকা ট্রানজেকশন করতে পারবেন এবং বিকাশ রকেটে ট্রানজেকশন করার ক্ষেত্রে কিন্তু আপনার কোন নাম্বারের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র একটা ইউজার নেইম ব্যবহার করে আপনি মুহূর্তেই টাকা পাঠিয়ে দিতে পারবেন।
বিনিময়ের কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট আছে?
বর্তমানে বিনিময় সেবা কারা দিবে?
বর্তমানে সকল ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কিন্তু এ বিনিময়ের সাথে সংযুক্ত হয়নি। তবে ভবিষ্যতে সকল মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকসমূহ বিনিময় সার্ভিসের আওতায় চলে আসবে বলে ধারণা করা যাচ্ছে এবং এই বিনিময় সার্ভিসটি কিন্তু খুবই সহজ একটি সার্ভিস হতে যাচ্ছে যার মাধ্যমে খুব সহজেই ব্যাংকিং সেক্টরের লেনদেনগুলোকে অনেক সহজ করে দেবে।
তবে বর্তমানে যে সমস্ত প্রতিষ্ঠানেই বিনিময়ে সার্ভিস প্রোভাইড করছে তাদের নাম হল সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। এই সেবার ভিতর যুক্ত হয়েছে।
বিনিময় কিভাবে কাজ করে? How Does Binimoy Work
বিনিময় ব্যবহার করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানে বর্তমানে বিনিময়ের সার্ভিস দিচ্ছে যেমন বিকাশ ইসলামী ব্যাংকের সেলফিন, রকেট। এ সমস্ত অ্যাপ এর ভিতরে ঢুকলে বিনিময়ের অপশন পাবেন।
সেখানে ক্লিক করে এখানে নির্দিষ্ট একটি রেজিস্ট্রেশন পেজ রয়েছে। এখান থেকে আপনি একটি ইউজার নেম সেট করে দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রত্যেকটি একাউন্টের জন্য আলাদা আলাদা ইউজারনেমের প্রয়োজন পড়বে।
তার কারণ আমরা মোবাইল ব্যাংকিং থেকে যখন টাকা পাঠায় তখন কিন্তু ফোন নাম্বার দিয়ে টাকা পাঠাতাম। কিন্তু বর্তমানে আর ফোন নাম্বার থাকছে না। আপনাকে ইউজার নেইম ব্যবহার করে এই বিনিময়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে।
সুতরাং রকেট এর জন্য আপনার একটি ইউজারনেম প্রয়োজন পড়বে। বিকাশের জন্য একটি ইউজারনেম প্রয়োজন পড়বে এবং সেলফিন এর জন্য একটা ইউজারনেম প্রয়োজন পড়বে। এরকম প্রত্যেকটি ব্যাংকিং সেক্টরের যে সমস্ত জায়গাটা আপনি ট্রানজেকশন করবেন সেখানে প্রত্যেকটিতেই অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটি করে ইউজারনেমের প্রয়োজন পড়বে এবং ইউজার নেইম ব্যবহার করে আপনারা এই বিনিময়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
যদিও সংবাদমাধ্যমে বলা হয়েছিল বিনিময় ব্যবহারে ক্ষেত্রে বর্তমানে কোন চার্জ কাটতেছে না তবে পরীক্ষামুলকভাবে আমি যখন বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করলাম তখন আমি দেখতে পারলাম এখনো হাজারে 10 টাকা করে কাটছে কিন্তু রকেট থেকে যখন বিকাশের ট্রান্সফার করলাম তখন কিন্তু কোন চার্জ কাটে নি।
সুতরাং ভবিষ্যতে এইখানে রকেটের ভিতরে হয়তো চার্জ কাটতে পারে বা এখানে চার্জ কম বেশি ভবিষ্যতে হতে পারে।
বিনিময় একাউন্ট করার নিয়ম – How To Open Binimoy Account?
রেজিস্টার নাও অপশনটিতে প্রেস করার পরে, এইখানে শুরুতে আপনি আপনার ইমেইল এড্রেস টা দিবেন।ইমেইল এড্রেস দেওয়ার পর এখানে একটি ইউজার আইডি সেট করবেন।
এখানে যে ইউজার আইডিটি দিবেন, এই ইউজার আইডি দিয়েই কিন্তু নাম্বার ছাড়া শুধুমাত্র এই ইউজার আইডি দিয়ে আপনি টাকা লেনদেন করতে পারবেন সুতরাং ইউজার আইডি মনে রাখবেন।
এবার এখান থেকে কনফার্ম অপশনে প্রেস করবেন।কনফার্ম অপশনে প্রেস করার পরে আপনাকে বিনিময় পিন সেট করতে বলবে। এখানে ছয় সংখ্যার একটি বিনিময় পিন সেট করে দিবেন।
How to Send Money Using Binimoy – Bkash To Rocket?
- Direct Pay
- Request to Pay
- Request Notification
- Direct Pay এর মাধ্যমে আপনি সরাসরি যে কারো ইউজার আইডি ব্যবহার করে আপনি টাকা পাঠাবেন।
- Request to Pay মানে হচ্ছে আপনি Request to Pay অপশনে ক্লিক করে আপনি এখানে Amount সিলেক্ট করে আপনি যে কারো ইউজার আইডি ব্যবহার করে তার কাছে আপনি টাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। সে যদি একসেপ্ট করে সরাসরি টাকাটি চলে আসবে।
- এবং নিচে দেখতে পাচ্ছেন এইখানে Request Notification।এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে কে কে রিকোয়েস্ট পাঠিয়েছে এবং রিকোয়েস্ট হিস্টরি গুলো এখান থেকে দেখতে পারবেন
এবার দেখুন আমি এখান থেকেই স্টেটমেন্ট এর ভিতরে যাই, স্টেটমেন্ট এর ভিতরে যাওয়ার পরে এখান থেকে দেখুন আমার টাকাটা সেন্ড হয়েছে কিনা সেটা দেখতে পাচ্ছেন। বিনিময় Direct Transfer এটা কিন্তু সাকসেসফুল হয়েছে।
ঠিক এভাবে কিন্তু আপনি বিকাশ থেকে রকেটে ট্রানস্ফার করতে পারবেন তবে এই ক্ষেত্রে কিন্তু বিকাশের ভিতর আপনাকে চার্জ দিতে হচ্ছে হাজারে 10 টাকা।
ঠিক এভাবেই আপনি বিকাশ রকেট এবং যে সমস্ত অ্যাপ এর ভিতরে বিনিময় অপশনটি রয়েছে বা বিনিময়ে অপশনটি সাপোর্ট করে, সেই অ্যাপ গুলোর ভিতরে বা ব্যাংকগুলোর ভিতর বা মোবাইল ব্যাংকিং এর ভিতরে মুহূর্তেই টাকা ট্রান্সফার করে দিতে পারবেন।
তো এটাই ছিল বিনিময়ের a টু z বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিনিময় আসলে কি? কিভাবে এটা কাজ করে? এটার চার্জ কত? এবং কিভাবে আপনি টাকা লেনদেন করবেন এ বিনিময়ের মাধ্যমে।