Read the beginning of the following story and complete it in your own way. Give a title to it.
One day the villagers caught a tiger by setting a trap, and placed him inside a cage. They placed the edge by the side of the road for the people to see the wicked tiger who had so far killed many cattle and children by suddenly attacking the villagers. The tiger was now in real problem. He was not given any food nor any drink. He requested each and every passerby to release him, promising that he would not kill his rescuer. But no one believed the ferocious animal………..
Ans.
The Tiger and Traveller Completing Story Writing
One day the villagers caught a tiger by setting a trap, and placed him inside a cage. They placed the edge by the side of the road for the people to see the wicked tiger who had so far killed many cattle and children by suddenly attacking the villagers. The tiger was now in a real problem. He was not given any food or any drink. He requested each and every passerby to release him, promising that he would not kill his rescuer. But no one believed the ferocious animal. At last, a kind traveller agreed to help the tiger, after the latter promised not to kill him. But as soon as the tiger was released, he wanted to kill the man. The man pleaded for life, reminding the animal of his promise. But the animal did not want to listen to his prayer. He said, “I am hungry, and you are my prey. How I can let you go?”
Meanwhile, a fox happened to come there., He heard everything from both the parties, and said, “I don’t believe that such a big tiger could fit in that small cáge.” The tiger said, “Let me show how I was locked in the cage. So saying, he entered the cage. And the sly fox at omce closed the door of the cage, and went away with the traveller.
অনুবাদ: একদিন গ্রামবাসীরা ফাঁদ পেতে একটি বাঘকে বন্দি করল এবং এটিকে একটি খাঁচায় রাখল। তারা খাঁচার কিনারাটি রাস্তার পাশে রাখল যাতে লােকজন দুষ্ট বাঘটিকে দেখতে পায় যেটি গ্রামবাসীদের ওপর হঠাৎ আক্রমণ করে অনেক শিশু এবং বহু গবাদিপশুকে হত্যা করেছে। বাঘটি এখন সত্যিকারের সমস্যায় পড়ল। তাকে কোনাে খাবার ও পানি দেওয়া হলাে না। সে প্রত্যেক পথচারীকে অনুনয় করল তাকে মুক্ত করে দেওয়ার জন্য এবং প্রতিজ্ঞা করল যে তাকে রক্ষা করবে তাকে সে হত্যা করবে না।
কিন্তু কেউই ভয়ংকর প্রাণীটিকে বিশ্বাস করল না। অবশেষে, এক দয়ালু পথিক, বাঘটি তাকে হত্যা করবে না এটি প্রতিজ্ঞা করার পর তাকে সাহায্য করতে রাজি হলাে। কিন্তু যেইনা লােকটি তাকে মুক্ত করল, বাঘটি তাকে হত্যা করতে চাইল । লােকটি পশুটিকে তার প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে তার কাছে অনুনয় করল। কিন্তু প্রাণীটি তার প্রার্থনা শুনতে চাইল না। সে বলল, “আমি ক্ষুধার্ত এবং তুমি আমার শিকার। আমি কীভাবে তােমাকে যেতে দিতে পারি। সেই সময়, একটি শিয়াল সেখানে এল।
সে দুইপক্ষ থেকে সবকিছু শুনল এবং রলল, “আমি বিশ্বাসই করতে পারি না কীভাবে এত বিশাল বাঘ এই ক্ষুদ্র খাঁচাটিতে ঢুকতে পারে।” বাঘটি বলল, “আমাকে দেখাতে দাও আমি কীভাবে খাঁচায় তালাবদ্ধ ছিলাম।” এই বলে, সে খাঁচায় ঢুকল এবং ধূর্ত শিয়ালটি সাথে সাথেই খাচার দরজা বন্ধ করে দিল এবং পথিককে সঙ্গে নিয়ে চলে গেল।