Read the beginning of the following story and complete it in your own way. Give a title to it.
One day some boys were playing cricket in a school ground. All on a sudden they heard a hue and cry nearby. The boys stopped playing then and there and went to the spot. They found some people lying on the road as an accident had just happened there……………..
Ans.
The righteousness of Some School Boys Story Writing
One day some boys were playing cricket on a school ground. All of a sudden they heard a hue and cry nearby.
The boys stopped playing then and there and went to the spot. They found some people lying on the road as an accident had just happened there. They felt great sympathy for them and took them to the nearest hospital.
After primary treatment, most of the passengers left the hospital giving them thanks. Some of the passengers were severely injured. The boys informed their relatives. But the relatives were getting late to arrive there. Without finding an alternative they took these severely injured passengers to a medical college hospital by ambulance. The medical college was about 50 kilometers away. It took one and half an hour. When they arrived at the hospital, they found some of their relatives waiting. Finally, the injured passengers got the right treatment and recovered gradually. All of the boys felt relieved and happy. The passengers and their relatives expressed their heart-felt gratitude to them. This act of righteousness still works as their moral boost.
অনুবাদ: একদিন কিছু বালক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলছিল। হঠাৎ তারা কাছেই চিতকার চ্যাচামেচির শব্দ শুনতে পেল। বালকরা তখনই খেলা বন্ধ করল এবং ঘটনাস্থলে গেল। তারা দেখতে পেল কিছু লােক রাস্তায় পড়ে আছে। কেননা কিছুক্ষণ আগেই সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। তারা তাদের প্রতি সমব্যার্থী হলাে এবং তাদের নিকটবর্তীं হাসপাতালে নিয়ে গেল। প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ যাত্রী তাদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল পরিত্যাগ করল। কিছু কিছু যাত্রী গুরুত্বভাবে আহত হয়েছিল । বালকেরা তাদের আত্মীয়দের খবর দিল। কিন্তু আত্মীয়-স্বজনেরা পৌছাতে দেরী করছিল। কোনাে উপায় খুঁজে না পেয়ে তারা এসব গুরুতর আহত যাত্রীদের অ্যাম্বুলেন্সে করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল। মেডিকেল কলেজ প্রায় ৫০ কিলােমিটার দূরে ছিল। সেখানে পৌছাতে প্রায় দেড় ঘণ্টা লাগল। যখন তারা হাসপাতালে পৌঁছালাে তখন তারা কিছু আত্মীয়-স্বজনকে অপেক্ষা করতে দেখল। অবশেষে আহত যাত্রীরা যথাযথ চিকিৎসা পেল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সব বালক অব্যাহতি পেল সেই সাথে খুশি হলো। যাত্রীরা এবং তাদের আত্মীয়-স্বজনেরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাল। এই সদাচার এখনও তাদের নৈতিকতাকে উৎসাহিত করতে কাজ করে।