ভর্তি পরীক্ষার জন্য গুরুত্পূর্ণ অধ্যায়ের মধ্যে একটি হচ্ছে Verb ও Tense, প্রতি বছর এ Chapter থেকে প্রচুর প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে।
Subject Verb Agreement এর সহজ নিয়ম । ইংরেজি ভাষায় সহজ 18 টি Rules
Rule #1:
নিম্নলিখিত verb গুলাের পর infinitive (to + verb) বসে।
decide, hesitate, Need, seem, appear, demand, hope, plan, Refuse,
want, arrange, desire, intend, prepare, ask, desire, learn, pretend,
threaten, claim, expect, manage, fail
যেমনঃ
inc: I decided going to university.
cor: I decided to go to university.
Rułe #2
নিম্নলিখিত verb গুলাের পর। Gerund form ব্যবহার করতে হয়।
Complete Discuss, Admit, Consider, appreciate, enjoy, risk, dislike, avoid, delay, finish, |deny, stop,
tolerate, keep, practice, mention, miss, suggest, mind, understand, regret, Recommend, prevent
যেমন :
Inc : I regret not to go to school.
Cor : I regret not going to school.
Rule #3
কিছু কিছু verb phrase আছে যেগুলাের পরের verb অবশ্যই ing যুক্ত হয়। verb pharase গুলাে নিম্নরূপ-
keep on, approve of, do not mind, forget about, look forward to, can not help, with a view to, count on,
insist on, be better off
Inc :1 am loking forward to receive a letter from you.
Cor: I am looking forward to receiving a letter from you.
Rule #4
Know verb এর পর infinitive ব্যবহারের সময় know এবং infinitive এর মাঝে how ব্যবহার করতে হয়।
Inc: I know to swiim.
Cor: I know how to swim.
Rule #5
নিম্নলিখিত adjective গুলাের পরবর্তী verb infinitive হবে –
Anxious, boring, dangerous, hard, eager, easy, good, strange, pleased,
Ready, difficult.
যেমনঃ It is easy to say but difficult to do prepared.
Rule #6
সাধারণত, আমরা verb কে modify করার জন্যে adverb ব্যবহার করি। কিন্তু verb of sense কে
modify করার জন্যে adverb এর পরিবর্তে adjective ব্যবহার করতে হয় I verb of sense গুলো হচ্ছে
– feel, look, sound, taste, smell If
যেমন: The rose of my garden smells sweet
(sweetly )
Cor : The meal tasted good.
Inc: The meal tasted well.
Good and Well এর পার্থক্যঃ
good একটি adjective। তাই noun বা pronoun কে modify করে।
অপরদিকে well একটি adverb তাই verb কে modify করবে।
Inc: The girl sings good.
Cor: The girl sings well.
Rúle #7
Be likely এর পর infinitive বসে gerund নয়।
যেমন: She is likely to know (not knowing)
Rule #8
Lest দারা ২ টি clause যুক্ত হলে lest এর পরবর্তী clause এর verb টির simple form বসে এবং এর পূর্বে
should ব্যবহার করতে হয়।
Study hard lest you miss DU. (inc)
Study hard lest you should miss DU. (cor)
Rule #9
As if এবং As though দ্বারা ২ টি clause যুক্ত হলে As if ও as though এর পরবর্তী verb past simple হয়।
He talks as if he knew everything.
inc: He talks as though he was a mad.
cor: He talks as though he were a mad.
Rule #10
Had better এবং would rather এর পরবর্তী verb টির simple form বসে।
যেমন : You had better study hard ( তুমি বরং কঠিন পড়াশুনা কর)।
I would rather die than beg কিন্তু would rather ব্যবহার করে subject
যদি অন্যকে দিয়ে কাজটি করাতে
চায় তখন verb এর past tense হয়। যেমনঃ I would rather that you
died than beg.
Rule #11
Used to ব্যবহারের সময় নিচের দুটি structure লক্ষ্যণীয়
a) Used to + simple form of verb
b) Be + used to + verb with ing
যেমন : I used to,swim in the river.
I am used to swimming in the river.
Rule #12
wish এর পরবর্তী verb টি past tense এ থাকে।
যেমনঃ I wish I were a king.
I wish I understood everything.
He wishes he were a bird.
Rule #13
Principal clause ভবিষ্যত কালের হলেও until, as soon as, when, before ইত্যাদি দ্বারা শুরু হওয়া
subordinate clause এর tense ‘present simple’ হয়; যদিও তা ভবিষ্যতকে indicate করে।
যেমন: I shall wait until you come back.
Rule #14
কোন সময় উল্লেখ থাকে না এমন sentence এ যদি always
regularly, sometimes, often, generally, daily,
everyday, occasionally, usually, normally
ইত্যাদি থাকে তবে present simple tense ব্যবহার করতে হয়।
যেমন : He always disturbs the class
Rule #15
Rule #16.
Rule #17
Rule #18
Read More Article:
A School Magazine Paragraph – For JSC/SSC/ HSC
The rules of Articles | Article এর নিয়ম |
A Rainy Day Paragraph For Jsc, Ssc, Hsc Students
Importance Of Tree Plantation Paragraph
parts of speech English grammar for JSC, SSC, HSC