The rules of Articles | Article এর নিয়ম | HSC | SSC | JSC | Admission – Learn English BD

 হ্যালো বন্ধুরা, আজকের আর্টিকেলে আমরা  The rules of Articles  এর ব্যাবহার ( USES OF ARTICLE ) নিয়ে জানব। আশা করি, আর্টিকেল থেকে তোমরা উপকৃত হবে।

 

 

 

The rules of Articles

 

 

 

Uses Of Article

প্রথমেই প্রশ্ন আসতে পারে, article  কি বা কাকে বলা হয়?

” যখন কোন Noun  এর পূর্বে a,an,the ব্যবহৃত হয়ে যদি ঐ noun টির নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তখন ঐ a,an,the  কে article বলা হয়।”

খুব সহজভাবে যদি বলি,

a,an ,the কে article বলে। 

example : 

i) They have brought an umbrella .

ii) I had brought a camera.

iii) He lives in Dhaka.

iv) Look at the picture

উপরের বাক্যগুলোতে লক্ষ করলে দেখা যায় যে,১ম ও ২য় বাক্যে ‘umbrella ও camera ‘ noun দুটির পূর্বে article হিসেবে an এবং a ব্যবহৃত হয়েছে  ,যার দ্বারা কোন একটি umbrella ও camera কে বুঝানো হয়েছে। অর্থাৎ বাক্য দুটিতে umbrella ও camera সুনির্দিষ্ট নয়। 

আবার,৩য় ও ৪র্থ বাক্যে Dhaka noun  এর পূর্বে কোন article ব্যবহৃত হয়নি এবং picture noun এর পূর্বে the ব্যবহৃত হয়েছে, যা picture noun টিকে সুনির্দিষ্ট করে বোঝানো হয়েছে। 

 

Kinds of Articles 

Noun এর নির্দিষ্টতা ও অনির্দিষ্টতার ওপর ভিওি করে article কে দুই ভাগে ভাগ করা হয়।

i) Indefinite Article

ii) Definite Article

 

1. Indefinite Article : A এবং an কে Indefinite article বলে। কারন a এবং an, noun কে নির্দিষ্ট ভাবে প্রকাশ করতে পারে না। 

যেমন : He gives me a pen. 

He bought an umbrella 

উপরের প্রথম sentence টিতে noun, pen এর পূর্বে article ‘a’ ব্যবহৃত হয়েছে। কেননা ‘pen’ noun টিকে  অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে। 

আবার,২য় sentence টিতে umbrella noun  এর পূর্বে article ‘an’ ব্যবহৃত হয়েছে  ।এখানে umbrella, noun টিকে অনির্দিষ্ট হিসেবে ব্যবহৃত হয়েছে।

 

2. Definite Article : The হচ্ছে definite article বা নির্দিষ্ট নির্দেশক। কারণ এটি কোন noun কে সুনির্দিষ্টভাবে প্রকাশ করে।

যেমন :

She bought the pen. 

I saw the man who came here yesterday.

এখানে, ‘the pen’ বলতে সুনির্দিষ্ট একটি pen কে বোঝানো হচছে এবং the man বলতে নির্দিষ্ট একজন মানুষকে বোঝানো হয়েছে।

Note :

 i) আমরা জানি, সাধারণত sound এর উপর ভিওি করে indefinite article ব্যবহৃত হয়।যদি কোন word এর শুরুতে Consonant sound উচ্চারিত তখন তার পূর্বে  a বসে। আর যদি vowel sound উচ্চারিত হয় তখন তার পূর্বে an বসে।

যেমন : This is a pen

She is eating an orange.

ii) Vowel Sound 5 টি। 

যথা a,e,i,o,u

 

 

 

Use Of  Indefinite Article: A / An

 

1. সাধারণত শব্দের প্রথম অক্ষর consonant হলে তার পূর্বে a বসে এবং Vowel হলে তার পূর্বে an বসে।

যেমন: 

This is a pen.

That is a table.

It is an orange.

That is an egg.

 

2. যদি কোন শব্দের প্রথম অক্ষর Vowel হয়েও তার উচ্চারণ ‘ইউ’ এর মতো হয়, তাহলে এর পূর্বে an না বসে a বসে।

যেমন: 

This is a useful shirt.

 Robin has killed a ewe.

 

3. যদি কোন শব্দের প্রথম অক্ষর ‘ O’

থাকে এবং এর উচ্চারণ যদি ‘ওয়া’ এর মতো হয়, তার পূর্বে an না বসে a বসে।

যেমন :

 The students staged a one- act play.

Please give me a one taka note 

 

4. কোনো word এর প্রথম অক্ষর অনুচ্চারিত ‘h’ হলে অর্থাৎ ‘অ’ হলে তার পূর্বে a না বসে an বসে। 

যেমন:

Minhaj was an honest man.

Mr. Kaji is an honorable man.

 

5. কোন সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলেও যদি এর উচ্চারণ vowel এর মতো হয়।তবে তার পূর্বে an বসে।

যেমন : 

Mr Minhajul is an LLB.

Mr kaji an MA.

 

6.  কোন সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Consonant হলে তার উচ্চারণ যদি vowel এর ন্যায় না হয়ে Consonant এর ন্যায় হয়, তবে তার পূর্বে a বসে।

যেমন: 

Mr Maruf is a BA

 

7. জাতি বুঝাতে common noun এর পূর্বে a/an বসে।

যেমন : 

A dog is a domestic animal.

A cow is an industrious insect.

 

8. কিনতু মানবজাতি বুঝাতে কোনো article বসে না।

যেমন: 

Man is mortal.

Women are man’s partners in life.

 

9. Singular countable noun এর পূর্বে a/ an বসে।

যেমন:

It is a book.

I have a pen.

 

10. দুই বা ততোধিক adjective একই বস্তুু বা ব্যক্তিকে qualify করলে কেবল প্রথম Adjective এর পূর্বে a বা an বসে।

যেমন :

I want a blue and white shirt.

Mr. Jubair wants a red and blue pen.

 

11. Abstract noun যদি  concrete noun রূপে ব্যবহৃত হয়, তবে তার পূর্বে a বসে।

যেমন: 

He is a needy.

Mumtaz is a beauty.

 

12.  তুলনা অর্থে proper noun,common noun রূপে ব্যবহৃত হলে তার পূর্বে a বসে।

যেমন : 

You will be a  Fazlul Hoque.

 

13. Emphasis বা জোর দিতে অনেক সময় not এর পরে a/an  বসে।

যেমন: 

Not a girl was present

Not a gun was fired.

Uses of Definite Article: The

1. কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে the বসে।
যেমন: 
 
The book is on the table
 
The girl is running about 
 
 
2. জাতি বুঝাতে এক জাতীয় সকল প্রাণীর পূর্বে the বসে।
যেমন: 
 
The dog is a faithful animal.
 
The cow is a domestic animal.
 
 
কিন্তু একই জাতীয় সকলকে বুঝাতে a,an,বা the ছাড়াও plural number ব্যবহার করা চলে।
যেমন,
 
A cow is a domestic animal.
 
Cows are domestic animals.
 
 
3. ‘The’ adjective এর পূর্বে বসে একই জাতীয় সকলকে বুঝাতে পারে এবং উক্ত adjective টি plural common noun রূপে ব্যবহৃত হয়।
যেমন: 
 
The rich are not always happy.
 
The lame should be helped 
 
 
4. Possessive অর্থে article the বসতে পারে। একে possessive the বলে।
যেমন : 
 
Rakib struck him on the head.
 
pull out him by the car.
 
 
5. কোন পরিচিত বস্তু  বুঝালে তার পূর্বে the বসে।
যেমন : 
 
Let me go to swim in the river.
 
He met me in the park.
 
 
6. Adjective এর Superlative degree এর পূর্বে the বসে এবং Comparative degree  এর পূর্বে অনেক সময় the বসে।
যেমন : 
 
He is the best boy in the class.
 
He is the better of the two.
 
 
7. নদী,সাগর,সমুদ্র প্রভৃতির নামের পূর্বে the বসে।
যেমন:
 
Dhaka stands on the Buriganga.
 
The ship started over the Atlantic.
 
 
8. Unique বা অদ্বিতীয় বস্তুর পূর্বে ‘the’ বসে।
যেমন : 
 
The earth moves round the sun.
 
The moon looks beautiful.
 
9. প্রসিদ্ধ ধর্মগ্রন্থ ও পএিকার নামের পূর্বে the বসে।
যেমন: 
 
The Quran is a holy book.
 
The Prothom Alo is a daily newspaper.
 
 
10. বিখ্যাত পর্বতমালা ও বিখ্যাত দ্বীপপুঞ্জ নামের পূর্বে the বসে।
যেমন: 
 
The Himalayas are on the north east of India.
 
The sailor crossed the East Indies.
 
কিন্তু শুধুমাএ একটি দ্বীপ বা পর্বত বুঝালে তার পূর্বে the বসে না।
যেমন : 
 
Juka is an island.
 
He comes from Cyclone.
 
 
 
11. জাতির নামের পূর্বে the বসে।
যেমন : 
 
The English are industrious.
 
 
12. জাতির নামের পূর্বে the বসলেও ভাষার নামের পূর্বে the বসে না।
যেমন : 
 
He speaks English well.
 
Maruf speaks in Bengali.
 
 
13. ঝতুর নামের পূর্বে the বসতেও পারে, নাও পারে।
যেমন: 
 
The spring is the best season of all.
 
It is now summer.
 
 
14. যদি common noun abstruct noun রূপে ব্যবহৃত হয়, তবে তার পূর্বে the বসে।
যেমন : 
 
Check the best in you.
 
The mother rose in her.
 
 
15. Material noun এর পূর্বে the বসে না তবে কোন নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বুঝালে Material noun এর পূর্বে the বসে।
 
যেমন: 
The water of this pot is clean.
 
The gold of this ring is pure.
 
 
16. বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নাম বা স্থানের নামের পূর্বে the বসে।
যেমন: 
The Punjab is the land of five rivers.
 
 
17. দুটি noun  যদি and দারা যুক্ত হয় এবং পৃথকভাবে দুজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন উভয় noun এর পূর্বে the বসে।
 
যেমন :
 
Mr. Minhajul is the Headmaster and the Secretary of this school.
 
 
18. একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা করা হলে যে noun বা pronoun এর সঙ্গে তুলনা করা হয়, তার পূর্বে the বসে।
যেমন : 
 
Nazrul is the Byron of Bangladesh.
 
Narayanganj is the Dundee of Bangladesh.

OMISSION OF ARTICLES (যেসব স্থানে Article বসে না)

1. খাবারের পূর্বে a/an বসে না। তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে।
যেমন : We have breakfast at 7 am.
 
 
2. Plural noun এর পূর্বে a/an বসে না।
যেমন: 
Roses are beautiful.
Horses are useful.
 
 
3. Uncountable Noun হিসেবে গন্য Advice, information, news, baggage, luggage ইত্যাদির পূর্বে a/an বসে না।
যেমন: 
My teacher gave me good advice.
 
 
4. Water, milk, oil, ink, hydrogen, tea, paper ইত্যাদি Uncountable Noun এর পূর্বে a/an বসে না।
যেমন: 
We write on paper.
We take tea.
 
 
5. Abstract Noun এর পূর্বে a/an বসে না।
যেমন: 
Kindness is a great value.
Honesty is the best policy.
 
 
6. Proper Noun, Material Noun এবং Abstract Noun এর আগে সাধারণত কোন Article বসে না।
যেমন: 
Water is liquid (Material noun)
Honesty is the best policy (Abstract noun)
Colombus discovered America (proper noun)
 
 
7. কোন নামের পূর্বে ব্যবহৃত উপাধি বা পদমর্যাদা বিষয়ক শব্দের আগে the বসে না।
যেমন: 
Poet Shakespeare is known to all.
 
কিন্তু নামের উল্লেখ না থাকলে the বসবে।
The poet has written this poem.
 
 
8. সাধারণত কোন রোগের নামের পূর্বে the বসে না। 
যেমন: 
Cholera has broken out in the village.
 
 
9. বিখ্যাত গ্রন্থের ক্ষেত্রে লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না  কিন্তু লেখকের নাম গ্রন্থের পূর্বে না থাকলে the বসে।
 
যেমন : 
The Agnibina of Nazrul or Nazrul’s Agnibina.
 
 
10. ঝতুর নামের পূর্বে the বসালেও চলে, না বসালেও চলে তবে সাধারণত rainy season এর পূর্বে the বসে।
 
যেমন : 
The spring has set in.
 
It rains in the rainy season.
 
11. রাস্তা, অ্যাভিনিউ, স্কয়ার, পার্কের নামের পূর্বে the বসে না।
যেমন : 
In the morning, I go to Bahadurshah park.
 
He bought a shop on the Sirajgonj road.
 
 
12. Proper noun এর পূর্বে common noun বসে তা যদি adjective রূপে কাজ করে, তবে তার পূর্বে article বসে না।
যেমন : 
Principle Helaluddin was a man of strict principles.
 
13. পদবি/পেশা জাতীয় Common noun যখন কোন proper noun এর apposition রূপে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে the বসে না।
 
যেমন: Dr. Mahmudul Hasan, Vice-Chancellor of Jahangir NagarUniversity, was a scholar 
 
 
14. সম্বোধন পদরূপে ব্যবহৃত common noun এর পূর্বে the বসে না। 
যেমন : 
Boys, you are the future leaders of the country.
 
 
 
 
 
15. ভাষার নামের পূর্বে the বসে না।
যেমন : 
English is an international language.
 
কিন্তু ভাষার নামের পরে language শব্দ টি থাকলে the ব্যবহৃত হয়।
যেমন : 
The English language is very interesting to learn.
 
 
16. হ্রদের নামের পূর্বে the বসে না।
যেমন : 
Lake Superior, Lake Caspian 
 
 
17. দিন বা মাসের নামের পূর্বে the বসে না।
যেমন : 
Friday is a holiday 
 
January is the first month of the year.
 
 
18. খেলার নামের পূর্বে the বসে না।
যেমন : 
 
He plays football.
 
Cricket is a popular game.
 
 
19. উৎসবের নামের পূর্বে বসে না।
যেমন : 
 
Eid-ul- Fitre, Christmas,New Years day.
 
 
 
20. Factitive verb যেমন – elect, select, make, appoint, crown, choose, nominate, ইত্যাদি verb গুলোর পূর্বে article বসে না।
 
যেমন : 
We made him Chairman 
 
They elected me captain.
 
 
তো বন্ধুরা, আজকের আর্টিকেলটি থেকে  আশা করি তোমরা Article সম্পর্কে অনেক কিছু জানতে পারবে ও শিখতে পারবে।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *